বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তামিম ইকবালকে ছাড়াই এবার বিশ্বকাপে খেলতে যাবে টাইগাররা। নিজের ফিটনেস নিয়ে বিসিবিকে সংশয় প্রকাশ করার পর তামিমকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, তামিম নিজেই দলে থাকতে চাননি।
তামিম নিজের ফিটনেস প্রসঙ্গে কথা বলার পর ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ওঠে, ‘আনফিট’ তামিমকে চান না সাকিব আল হাসান ও চণ্ডিকা হাথুরুসিংহে। এমনকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথমে যে ৯টি ম্যাচ আছে তার মধ্যে তামিম পাঁচটি খেলবেন বলেও শোনা যায়। এসবের জের ধরেই তামিমকে ছাড়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে ঘোষণা করা হয়।
এদিকে সাবেক অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে—তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো, তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধান অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।’তবে তামিম কেন দলে থাকতে চাইনি সে প্রশ্নের উত্তরে নড়াইল এক্সপ্রেস বলেন, এইটা একমাত্র তামিম বলতে পারে, সে উত্তর আমার কাছে নেই।