সিলেটে টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর মুশফিকের শততম টেস্টে মিরপুরে আয়ারল্যান্ডকে ৫০৯ রানের টার্গেট নিয়েছে বাংলাদেশ। শনিবার টেস্টের চতুর্থ দিন লাঞ্চের পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ৫০৮ রানে লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ৭ রান তুলেছে আয়ারল্যান্ড।
জিততে আয়ারল্যান্ডকে বাকি দেড় দিনে অলআউট করতে হবে। তবে এই টেস্ট ড্র করতে হলে আয়ারল্যান্ডকে আজ ও কাল শেষ দিন পর্যন্ত উইকেটে টিকে থাকতে হবে। যা টেস্টের ইতিহাসে অবিশ্বাস্য কঠিন কাজ।
প্রথম ইনিংসে নিজের শততম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৮তম ফিফটি তুলে অপরাজিত থাকেন। লাঞ্চের পর মুমিনুল হক ব্যক্তিগত ৮৭ রানে বিদায় নিলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রান তোলে স্বাগতিকরা। জবাবে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে তাইজুলের রেকর্ড গড়া বোলিংয়ে ২৬৫ রানে গুটিয়ে যায়। ফলে ২১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান তোলে।
ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ১১৯ রান তোলেন ওপেনিং জুটিতে। তবে জয় ৬০ রানে বিদায় নিলে মুমিনুল ও সাদমান অপরাজিত থেকে দিনের খেলা শেষ করে। সাদমান ৭৮ রানে বিদায় নিলে ফিফটি তুলে নেন মুমিনুল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















