মিরপুরে মিরাজের হাফসেঞ্চুরি

তৃতীয় দিনে লাঞ্চ বিরতি

মিরপুর টেস্টের তৃতীয় দিনে হাফসেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। দলের বিপদে ব্যাটিংয়ে নেমে ৯৪ বলে টেস্ট ক্যারিয়ারের নবম হাফসেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজ ৫৫ ও জাকের আলী ৩০ রান নিয়ে অপরাজিত আছেন।

দলের বিপদে ব্যাটিংয়ে নেমে জাকের আলীকে সাথে নিয়ে দারুণ জুটি গড়েছেন মিরাজ। ১৭২ বলে তারা ৮৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন তারা।

বাংলাদেশের সংগ্রহ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩০। বাংলাদেশ আছে ১ রান।

এদিন ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫ রানের দুই ব্যাটারকে হারায় স্বাগতিকরা। মাহমুদুল হাসান জয় ৩৮ ও মুশফিকুর রহিম ৩১ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে।

কিন্তু, ব্যাটিংয়ে নেমে ২ রান তুলেই ব্যক্তিগত ৪০ রানে বিদায় নেন জয়। এরপর মুশফিক মাত্র ২ রান যোগ করে রাবাদার বলে বোল্ড।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের জবাবে কাইলে ভেরাইনের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। তাতে দক্ষিণ আফ্রিকা লিড পায় ২০২ রানে। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ২৭.১ ওভারে তিন উইকেটে ১০১ রান তোলে। ফলে দ্বিতীয় দিনের খেলা শেষে ১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা।

Exit mobile version