ঈদের বিরতি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা চলছে। আজ সোমবার তিন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে তিনটি ম্যাচ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগারর্স ক্রিকেট ক্লাব মুখোমুখি হয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। ম্যাচে গাজীকে ৮ উইকেটে হারায় রূপগঞ্জ টাইগারর্স।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪২.১ ওভারে ১০ উইকেটে ১৫৯ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে তাহজিবুল ইসলাম ৩১, শামিম মিয়া ২৪ ও পারভেজ ইমন ১৭ রান করেন। বল হারে রূপগঞ্জের পক্ষে মহিউদ্দিন তারেক তিনটি এছাড়া হাবিব মেহেদী দুটি উইকেট নেন।
জবাবে আব্দুল মজিদ ও অমিত মজুমদারের হাফসেঞ্চুরিতে ৩৩.৩ ওভারে ২ উইকেটে ১৬৩ রান তোলে রূপগঞ্জ টাইগারর্স। মজুমদার ৭৬ ও মজিদ ৫৩ রান করেন।