মিরপুর টেস্টে ৩৪ রানে লিড দক্ষিণ আফ্রিকার

মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ৩৪ রানে লিড নিয়ে এগিয়ে আছে। প্রথম দিনে ৬ ওভার খেলা কম হওয়ায় দ্বিতীয় দিন ১৫ মিনিট আগে সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে।

এদিন মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪০.১ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দিনের শুরুতেই শুন্য রানে বিদায় নেন সাদমান ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারে উইয়ান মুল্ডারের বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।

চতুর্থ ওভারে উইয়ান মুল্ডারের বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন অভিজ্ঞ মুমিনুল হক। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে থাকা বাংলাদেশের চাপ বাড়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ৭ বলে মাত্র ৭ রান করে উইয়ান মুল্ডালের বলে ক্যাচ দেন শান্ত। বাংলাদেশের দলীয় রান তখন ৩.৩ ওভারে ২১।

এরপর বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন পেসার রাবাদা। মুশফিকুর রহিমকে ১১ ও লিটন দাসকে ১ রানে বিদায় করেন এই পেসার। সবশেষ লাঞ্চের আগে মেহেদী হাসান মিরাজ ১৩ রান করে কেশভ মহারাজের বলে এলবিডাব্লিউর ফাঁদে পেরেন।

লাঞ্চের পর দ্রতই বিদায় নেন মাহমুদুল হাসান জয় ৩০, অভিষিক্ত জাকের আলী ২, নাঈম হাসান ৮ ও তাইজুল ইসলাম ১৬ রানে। বল হাতে কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডার ও কেশভ মহারাজ তিনটি করে উইকেট নেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অধিনায়ক এইডেন মার্কারামকে হারায় সফরকারীরা। পেসার হাসান মাহমুদের বলে ব্যক্তিগত ৬ রানে বোল্ড হন এই ওপেনার। তবে দ্বিতীয় উইকেট জুটিতে টনি ডি জার্সি ও ক্রিস্টান স্টাবস দারুণ জুটি গড়েন। এরপর বল হাতে জ্বলে উঠেন স্পিনার তাইজুল ইসলাম। টানা পাঁচ উইকেট তুলে নেন তিনি।

দলীয় ৫০ রানে এ জুটিতে আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। ক্রিস্টান ২৩ রান করে এলিবিডাব্লিউর শিকার হন। ডেভিড বেডিংহ্যাম ১১, জার্জি ৩০, রিকেলটন ২৭ ও ব্রিটজেক শুন্য রানে বিদায় করেন। কাইলে ভেরাইনে ১৮ ও উইয়ান মুল্ডার ১৭ রান করে অপরাজিত আছেন। বল হাতে তাইজুল ১৫ ওভারে ৪৯ রানে ৫ উইকেট শিকার করেন। এছাড়া হাসান নেন একটি উইকেট।

Exit mobile version