মিরাজকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের প্রথম ঘন্টাতেই এলোমেলো হয়ে গিয়েছিলো বাংলাদেশ। গতকাল কোনো উইকেট না হারিয়ে ১০ রান করা বাংলাদেশ আজ ১৬ রান তুলতে হারিয়েছে ৬ উইকেট। সেখান থেকে মিরাজ-লিটনের ব্যাটে প্রতিরোধ গড়ে দ্বিতীয় সেশনে যায় বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে ওয়ানডে মেজাজে খেলে মিরাজ থেমেছেন ৭৮ রানে আর লিটন করেছেন অপরাজিত ৮৩ রান।

৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৩ রান। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ৮১ রানে।

চা বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের বাইরে এক টেস্টে ৫ উইকেট ও ফিফটি পেয়েছেন মিরাজ। প্রথম এই কীর্তি করেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে সাকিব এই কীর্তি গড়েছেন আটবার। মিরাজ দুবার।

আর ৮ নম্বর বা এর পরে নেমে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্ধশতক এখন মিরাজের। তাঁর নামের সাথে রয়েছে ৭ টি অর্ধশতক। এর আগে সমান ৬ অর্ধশতক নিয়ে এই তালিকায় মিরাজের সাথে যৌথভাবে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

Exit mobile version