ঈদের বিরতি শেষে ফের শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।
রোববার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩২.২ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে শামিম হোসেন ৬১ বলে ১০ বাউন্ডারি ও চার ছক্কায় সর্বোচ্চ ৮৯ রান করেন। বল হাতে মোহামেডানের পক্ষে তাইজুল ৩.২ ওভারে ৫ রান দিয়ে একাই নেন চার উইকেট। এছাড়া এবাদত নেন তিন উইকেট।
জবাবে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে মোহামেডান। দলের পক্ষে অধিনায়ক তাওহিদ হৃদয় ৫৭ রান করে বিদায় নিলেও মিরাজ সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন। ৫৫ বলে ৭ বাউন্ডারি ও দুই ছক্কায় এ রান করেন তিনি।