মিরাজ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল’,- ফারুক আহমেদ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে অধিনায়কত্ব হারান নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় নতুন দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। তবে তার নেতৃত্বে এখন পর্যন্ত আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল। টানা দুই সিরিজ হেরেছে টাইগাররা, মিরাজের অধীনে ৯ ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে।তবুও এই তরুণ অধিনায়কের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-সভাপতি ফারুক আহমেদ বিশ্বাস করেন, সময় দিলে মিরাজ নিজের সামর্থ্য প্রমাণ করতে পারবেন।

সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন,

“মিরাজের ক্রিকেটীয় মেধা খুব ভালো, এটা প্রথমেই বলতে হবে। সে একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। দল যখন ভালো খেলে না, তখন অধিনায়কত্বের ভুলগুলো চোখে পড়ে। আবার দল পারফর্ম করলে অনেক ভুল করলেও সেটা ধরা পড়ে না।”

তিনি আরও বলেন,

“একজন অধিনায়ককে দায়িত্ব দিয়েই অলৌকিক কিছু আশা করা ঠিক না। আমার মতে অন্তত এক থেকে দুই বছর সময় দিতে হবে। এতে সে বুঝতে পারবে কোন টুর্নামেন্ট সামনে, কীভাবে দলকে গঠন করতে হবে, নির্বাচকদের সঙ্গেও কাজের সমন্বয় করতে পারবে। আমার মনে হয় মিরাজ খারাপ করছে না—দল ভালো খেলতে শুরু করলেই তার নেতৃত্বও আরও ভালো লাগবে।”

ফারুক মনে করেন, দলের ব্যর্থতার বড় কারণ মিডল অর্ডারের ছন্দপতন।

“আমি মনে করি মিডল অর্ডারটা এখনো ঠিকভাবে সেট হয়নি। টিম ম্যানেজমেন্টও বুঝে উঠতে পারছে না কার জায়গা কোথায় হবে। একই সঙ্গে কিছু খেলোয়াড় ছন্দ হারিয়েছে। যেমন জাকের আলী—ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ভালো করছিল, কিন্তু এখন বাজে সময় যাচ্ছে,” যোগ করেন সাবেক এই অধিনায়ক।

Exit mobile version