মুমিনুলের আক্ষেপের দিনে আবাহনীর জয়

ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ডের ম্যাচে মুমিনুলের সেঞ্চুরি মিসের দিনে জয় পেয়েছে আবাহনী। শনিবার বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ২৩০ রানে হারায় তারা। এ ম্যাচে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মুমিনুল হক। ডিপিএলে এটি চতুর্থ জয়।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১০ রান তোলে আবাহনী। এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫ রান করে রান আউট ও ওয়ানডাউনে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রান করে সোহাগের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। আর এক ওপেনার জিসান আলম ২৭ রান করে আল আমিনের বলে ক্যাচ।

দলীয় ৫৩ রানে তিন উইকেট হারানের পর মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হক শক্ত জুটি গড়েন। দুজনেই সেঞ্চুরির খুব কাছে গিয়ে বিদায় নেন। মিঠুন ৮৬ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৭১ রান করেন। এছাড়া মুমিনুল হক ৭৪ বলে সাত বাউন্ডারি ও চার ছক্কায় ৯২ রান করে এইচ মোল্লার বলে বোল্ড।

৪১.১ ওভারে ৬ উইকেটে দলীয় রান তখন ২৪৫। শেষ দিকে রকিবুল হাসান ২২ ও মোসাদ্দেক হোসেন ২৩ রান করে বিদায় নেন। তবে মাহফুজুর রাব্বি ২৮ রান করে অপরাজিত থাকেন। বল হাতে পেসার আল আমিন হোসেন ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন দুটি উইকেট।

জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৫০ ওভারে ৭ উইকেটে ২৩০ রানের বেশি তুলতে পারেনি। দলের পক্ষে অধিনায়ক মাইশিকুর রহিম ৮৪, মিজানুর রহমান ৪৫ ও অলক কাপালি ৩৩ রান করে বিদায় নেন। এছাড়া ওপেনার ইমতিয়াজের ব্যাট থেকে আসে ২০ রান। বল হাতে আবাহনীর পক্ষে মোসাদ্দেক হোসেন ও মেহরাব হোসেন দুটি করে উইকেট নেন।

Exit mobile version