মুমিনুল ১০৭ বাংলাদেশ ২৩৩

বাংলাদেশ- ভারত কানপুর টেস্ট

ভারত সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুমিনুলের সেঞ্চুরিতে ২৩৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাট হাতে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ মুমিনুল হক। টেস্টে ক্রিকেটে মুমিনুলের ব্যক্তিগত ১৩তম সেঞ্চুরি।

টানা দুই দিন বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার পর চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তিন উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাটিংয়ে শুরু করে সফরকারীরা। মুমিনুল ৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন।

একটা সময় সেঞ্চুরিকে নিজের অভ্যাস বানিয়ে ফেলেছিলেন মুমিনুল হক সৌরভ। সেই ধারায় ছেদ এসেছে আগেই। অনেকটা দিন ধরেই সেঞ্চুরি নেই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের ব্যাটে। সবশেষ টেস্টে শতক পেয়েছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। আর ১৫ মাস পর এবারে পেলেন আরেক সেঞ্চুরি।

তবে মুমিনুল ছাড়া দলের বাকি সবাই ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন। বাকিদের মধ্যে মিরাজের ব্যাটে আসে ২০ রান। এছাড়া মুশফিক ৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ১১ রান করে দিনের শুরুতেই বিদায় নেন। এরপর লিটন ১৩, সাকিব ৯, তাইজুল ৩, হাসান ১ ও খালেদ আহমেদ শুন্য রানে বিদায় নেন।

এর আগে কানপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৩৯ ওভারে ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃ্ষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়। ফলে চতুর্থ দিনে নিজেরে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে বাংলাদেশ।

Exit mobile version