প্রথম দুই টেস্ট হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের শঙ্কায় স্বাগতিক ভারত। তবে তৃতীয় ও শেষ টেস্টে সেই শঙ্কা এড়ানোর সম্ভাবনা তৈরি করেছে স্বাগতিকরা। বসেছে চালকের আসনে। প্রথম ইনিংসে লিড নেওয়ার পর মুম্বাই টেস্টে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে চেপে ধরেছে তারা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১৭১ রান করতে ৯ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসে ২৮ রানে পিছিয়ে থাকায় শনিবার দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের লিড মাত্র ১৪৩ রান। ৭ রানে অপরাজিত আজাজ প্যাটেল। তার সঙ্গী হওয়ার অপেক্ষায় উইল ও’রর্ক।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২৩৫ রানের জবাবে ভারত ২৬৩ রান করেছিল। অথচ বড় ব্যবধানে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। আগের দিনের ৪ উইকেটে ৮৬ রান থেকে দ্বিতীয় দিনে এক পর্যায়ে তারা ৪ উইকেটে ১৮০ রান করেছিল। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ৩৮ রান সত্ত্বেও ভারত লিডটা সমৃদ্ধ করতে পারেনি। ৮৩ রানে শেষ ৬ উইকেট হারায় তারা।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটার শুভমান গিল ও ঋষভ পান্ত দলের সংগ্রহটা সমৃদ্ধ করেছেন। পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি তাদের। গিল ৯০ রান করেন। পান্তের সংগ্রহ ৬০। দিনের প্রথম ব্যাটার হিসেবে পান্ত আউট হওয়ার পর ভারতের ইনিংস দ্রুত গুটিয়ে যায়। আজাজ প্যাটেল প্রতিপক্ষ দলের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান। ৫ উইকেট শিকার তার।
দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা নিউজিল্যান্ডের অস্বস্তি বাড়িয়েছে। ব্যতিক্রম ছিলেন উইল ইয়ং। ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। করেছেন ৫১ রানে। অন্যরা আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন। ক্রিজে এসেছেন আর ফিরেছেন। জাদেজা ৪ উইকেট নিয়েছেন। অশ্বিনের শিকার ৩ উইকেট। একটি করে উইকেট নিয়ে তাদের সঙ্গী হয়েছেন আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর।