মুশতাকের সঙ্গে দুই বছরের চুক্তি বিসিবির!

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে যুক্ত হয়েছিলেন স্পিন কোচ মুশতাক আহমেদ। তখন মিরাজ-রিশাদের সঙ্গে দুই মাসের চুক্তিতে কাজ করেই বিসিবির সুনজরে আসেন পাকিস্তানের কিংবদন্তি এ সাবেক লেগ স্পিনার।

ফলে তার কাজে খুশি হয়ে মুশতাক আহমেদের অধ্যায় আরও দুই বছর বাড়তে যাচ্ছে বিসিবি। ক্রিকেটবাজকে বিসিবির এক কর্মকতা জানায়,‘ চুক্তির মেয়াদ বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মুশতাক আহমেদের আলোচনা শেষ পর্যায়ে। ছোটখাটো কিছু বিষয় চূড়ান্ত হলেই চুক্তি স্বাক্ষরিত হবে।’

তখনকার বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন মুশতাক আহমেদের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ছাড়াও আরও বেশ কিছু চুক্তিতে থাকায় সে সময় বিসিবির সঙ্গে পাকাপাকিভাবে চুক্তিবদ্ধ হতে পারেননি পাকিস্তানের এ কোচ।

ক্রিকবাজকে বিসিবির ওই কর্মকর্তা আরও বলেন,‘বিসিবির সঙ্গে বিভিন্ন ভূমিকায় বছরে ১৩০ দিন কাজ করবেন মুশতাক আহমেদ। তিনি (মুশতাক) বোর্ডের স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন। শুধু জাতীয় দলের সঙ্গেই নয়, এর বাইরে অন্যান্য ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। যেমন হাই পারফরম্যান্স ইউনিট এবং অন্যান্য প্রোগ্রামে স্পিনারদের উন্নতি করতে কাজ করবেন তিনি।’

Exit mobile version