টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ আজ ঢাকায় আসবেন।
বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেন, শনিবার থেকে আবারও শুরু হওয়া বাংলাদেশের অনুশীলন। অনুশীলনে উপস্থিত থাকবেন মুশতাক। এর আগে গত রাতে ঢাকায় পৌঁছানোর কথা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ট্রেনার নিক লি’র। কাল শনিবার ঢাকায় আসবেন সহকারী কোচ নিক পোথাস।
গত এক মাস ধরে চট্টগ্রামে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন ক্রিকেটাররা। তবে জাতীয় দলের পাকিস্তান সফরের আগেই বিসিবি ‘এ’ দল পাকিস্তানে যাবে। সেখানে খেলবেন মুশফিকুর রহিম, মোমিনুল হক, মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন দিপুরা।
আগামী ৬ অগাস্টপাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’ দল। ১০ অগাস্ট থেকে প্রথম ও ১৭ অগাস্ট থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে ২৩, ২৫ এবং ২৭ আগস্ট। চার দিনের এবং ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৬ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২১ অগাস্ট থেকে প্রথম টেস্ট এবং করাচিতে ৩০ অগাস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।