মুশতাক ও সাকিবকে নিয়েই পাকিস্তানে যাবে বাংলাদেশ

স্পিন কোচ মুশতাক আহমেদকে সাথে নিয়েই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। গত এপ্রিলে বিসিবির সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তি করেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। প্রথমে চুক্তিটা ছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এরপর তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চায় বিসিবি।

কিন্তু পরে জানা যায়, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন মুশতাক।
ফলে আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বুধবার দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন,‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ এভেইলেবল (পাওয়া যাবে)। এই সিরিজ পর ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তাই আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার।’


এছাড়া সাকিব আল হাসানের পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘সে টেস্টে এভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে, ঢাকায় এসে দলের সঙ্গে দুই-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’


জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে নিয়ে তিনি বলেন,‘তাসকিনের কালকে একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে তখন আপনারা বুঝতে পারবেন।’

Exit mobile version