গত বুধবার ৫ মার্চ রাতে বাংলাদেশ ওয়ানডে দল থেকে অবসরের ঘোষণা দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। জাতীয় দলের অভিজ্ঞ এই তারকার সঙ্গে ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ার জড়িয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের। তাই তো মুশফিকের বিদায় নিয়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করছেন। দীর্ঘ দিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও তাকে শুভকামনা জানিয়েছেন।
নিজের ফেসবুকে এক পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলাটার প্রতি তোমার সম্মান, তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ, যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভ কামনা রইলো।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আলোচনায় ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ফর্মে ছিলেন না মুশফিক। ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাট হাতে ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। দুই ম্যাচ খেলে করেছেন মাত্র ২ রান। জাতীয় দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়েও আলোচনা জোরাল হয়ে উঠেছিল গত কয়েকদিন ধরে।
