মুশফিক-লিটনের সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে মুশফিক ও লিটনের সেঞ্চুরি । এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮২ রান। লিটন ১০২ ও মেহেদী হাসান মিরাজ ২৬ রান নিয়ে অপরাজিত আছেন।
এর আগে বৃহস্পতিবার ক্যারিয়ারের শততম টেস্টে ১০০ তে ১০০ পেয়েছেন মুশফিকুর রহিম। শততম টেস্টে খেলতে নেমে তিনি ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের হয়ে যৌথভাবে এটি সর্বোচ্চ; সমান ১৩টি সেঞ্চুরি আছে মুমিনুল হকের। ইনিংসের ৯৯তম ওভারে বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলটি অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে। সেটি আর সামলাতে পারেননি মুশফিক, ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বলবার্নির হাতে। এক হাতে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি। মুশফিক ও লিটনের সেঞ্চুরি দলের ব্যাটিং দৃঢ়তা এবং বাংলাদেশের জয় উদ্দীপনা আরও বাড়িয়েছে।
মুশফিক আউট হয়েছেন ১০৬ রান করে। ১৯৫ বলে ৫ বাউন্ডারিতে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মুশফিকের পর সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস। ১৫৮ বলে ৭ বাউন্ডারি ও দুই ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে এটি লিটনের পঞ্চম সেঞ্চুরি।
আউট হওয়ার আগেই ইতিহাস গড়েছেন মুশফিক। আউট হওয়ার পর আইরিশ খেলোয়াড়রা তাঁর সঙ্গে হাত মিলিয়ে অভিবাদনও জানিয়েছেন। তার আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শতত টেস্টে খেলার ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিন শেষে মুশফিক ৯৯ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ সকালে ১ রান নিয়ে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন মুশফিক।
বুধবার মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ করে ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান। ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নেন।
