মুশফিক ভাই আমাদের বড় অনুপ্রেরণা

মুশফিক ভাই আমাদের বড় অনুপ্রেরণা

মুশফিক ভাই আমাদের বড় অনুপ্রেরণা! এমনটাই মনে করেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এবার তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মুশফিকের শততম ম্যাচ।

ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে মুশফিককে বড় সম্মাননা দিতে যাচ্ছে বিসিবি। সেদিন মিরপুর হোম অব ক্রিকেটে দাওয়াত পাবেন মিস্টার ডিফেন্ডেবলের পরিবারের সদস্যরাও। মুশফিকের এমন কীর্তি নিয়ে কথা বললেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান।

আজ রোববার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফ বলেন, ‘মুশফিক ভাই তো আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা। তার জন্য শুভকামনা, আজকেও দেখা হয়েছে ভাইয়ের সঙ্গে জিমে।’পরে নিজের রান করা নিয়ে সাইফ বলেন, ‘সবাই হেল্প করেছে আমার মনে হয় বিসিবির যখন যেখানে ছিলাম। ক্যাম্পে যখন যেখানে ছিলাম বাবুল স্যারের সাথে আলাদা ঘরোয়া ক্রিকেটে… সোহেল স্যারের সাথে ছিলাম। আলাদা মাসকোতে প্র্যাকটিস করেছি সালাউদ্দিন স্যারের সাথে। যখন যেখানে গিয়েছি চেষ্টা করেছি নিজেকে উন্নতি করার।’

ভবিষ্যৎ নয় বর্তমান নিয়েই ভাবছেন সাইফ, ‘আসলে নিজের কোচ নিজে হওয়াটা গুরুত্বপূর্ণ। নিজের খেলাটা নিজেকেই খেলতে হবে। দুর্বলতা এখনো অনেক জায়গায় আছে, তবে নিজের শক্তি যেটা ওটাই করার চেষ্টা করি। আগে কী হয়েছে ওটা নিয়ে ভাবি না, ভবিষ্যৎ নিয়েও ভাবি না বর্তমানে থাকার চেষ্টা করি।’

একই সাথে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে দুর্দান্ত ছিলেন সাইফ হাসান। এই টাইগার অলরাউন্ডার নজর কেড়েছে ক্রিকেট বিশ্বে। পাওয়ার হিটিংয়ে সাইফ নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তার প্রতিদান হিসেবে ডাক পেয়েছেন আবুধাবি টি-টেন লিগে। যেখানে এই টাইগার ব্যাটারকে ড্রাফট থেকে দলে নিয়েছে প্রথমবারের টুর্নামেন্টে নাম লেখানো অ্যাসপিন স্ট্যালিয়ন্স। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন লিগে ড্রাফটের কয়েক দিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। আবুধাবি টি-টেন লিগের রয়‍্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এই টুর্নামেন্ট নিয়ে তিনি বলেন,‘ বিসিবিকে ধন্যবাদ,আমাকে এই সিরিজ খেলতে দিয়েছে। অবশ্যই এখান থেকে একটা ভালো অভিজ্ঞা হাবে।’

সারা দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগ এখন সবচেয়ে বেশি জমজমাট। এই টুর্নামেন্ট নিয়ে সাইফ হাসান বলেন,‘ ক্রিকেটের উন্নতির জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ গুরুত্বপূর্ণ, আফগানিস্তানের বেশির ভাগ ক্রিকেটার এই টুর্নামেন্ট খেলে উন্নতি করছে। এখন আমাদের দেশের অনেক ক্রিকেটার আস্তে আস্তে সুযোগ পাচ্ছে।’

এছাড়া এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসে নাম লিখিয়েছেন সাইফ। বিপিএল নিয়ে তিনি বলেন,‘ বিপিএলে ঢাকার হয়ে ভালো কিছু করতে তাই। শাকিব খানের সাথে কথা হয়েছে। সে গুডলাক জানিয়েছে।’

Exit mobile version