মুশফিক-মুমিনুলকে নিয়ে পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান টেস্ট দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ অগাস্ট পাকিস্তান সফর করার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। রাওয়ালপিন্ডিতে ২১ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট। পরে করাচিত ৩০ অগাস্ট থেকে হবে দ্বিতীয়টি।

তার আগেই বাংলাদেশ ‘এ’দল পাকিস্তান সফরে যাচ্ছে। চার দিনের দুটি ম্যাচ শেষ করার পর ইসলামাবাদেই ২৩, ২৫ ও ২৭ অগাস্ট এক দিনের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার- এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

পাকিস্তানে ‘এ’ দলের হয়ে পাকিস্তানে চার দিনের ম্যাচ খেলবেন মুমিনুল হক, মুশফিকুর রহিমসহ টেস্ট দলের নিয়মিত কয়েকজন ক্রিকেটার। প্রথম ম্যাচের পর তারা যোগ দিতে পারেন টেস্ট সিরিজের দলে।

প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।

দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড: এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।

ওয়ানডে সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।

Exit mobile version