বাংলাদেশ জাতীয় দল থেকে ছিটকে পড়া বা অনিয়মিত ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডে ডাক পাওয়া ২১ খেলোয়াড়দের নিয়ে শুরু হচ্ছে বিশেষ ক্যাম্প।
(রোববার, ২৬ মে সকাল ৯ টায় বাংলাদেশ টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। মিরপুরে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। বিসিবির নির্বাচক কমেটি এই স্কোয়াড বাছাই করেছেন। ঢাকায় অনুশীলন শেষে সিলেট ও চট্টগ্রামে পর্যায়ক্রমে ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।
২১ সদস্যর দলঃ সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাহাদাত হোসেন দীপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ,মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা ও আবু হায়দার রনি।