শততম টেস্টে মুশফিক এর যে নতুন রেকর্ড!

মুশফিক

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মুশফিকুর রহিম। মুশফিক দেশের প্রথম ক্রিকেটার হিসেবে পা রেখেছেন শততম টেস্টে। আর শুধু ম্যাচ খেলার মধ্যেই থেমে থাকেননি, সেঞ্চুরি করে এই মাইলফলককে আরও স্মরণীয় করে তুলেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তার পারফরম্যান্সে বাংলাদেশ জিতেছে ম্যাচও, ফলে অর্জনটি আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের দারুণ ইনিংস খেলেন মুশফিক। এর মাধ্যমে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি।

এতেই শেষ নয়। বাংলাদেশ ম্যাচটি জেতায় মুশফিক উঠে গেছেন এক বিশেষ তালিকায়। টেস্ট ইতিহাসে মাত্র অষ্টম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে জয় পাওয়ার অনন্য কৃতিত্ব এখন তার দখলে। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন গর্ডন গ্রিনিজ, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট এবং ডেভিড ওয়ার্নার।

মাইলফলকের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মুশফিক জানালেন নিজের অনুভূতি। তিনি বলেন, তিনি পুরো ম্যাচটাই উপভোগ করেছেন এবং এটি তার কাছে ক্যারিয়ারের প্রথম ম্যাচের মতোই মনে হয়েছে। সামনে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে চান বলেও জানান অভিজ্ঞ এই ক্রিকেটার।

Exit mobile version