আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে বল হাতে নতুন ইতিহাস লিখলেন মুস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা তার জন্য ছিল এক অনন্য মাইলফলকের দিন। কাটার মাস্টার এবার ছাপিয়ে গেলেন টিম সাউদিকে, যিনি এতদিন ডট বলের সম্রাট হিসেবে পরিচিত ছিলেন।
ম্যাচের আগে মুস্তাফিজের ডট বলের সংখ্যা ছিল ১১৩৫। সাউদির রেকর্ড ১১৩৮ ছুঁতে তার দরকার ছিল মাত্র চারটি। দুবাইয়ের মাঠে শুরুতে সেভাবে কিছু বোঝা যাচ্ছিল না। তবে ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বল করেই রেকর্ডের সমান করে ফেলেন ফিজ। পরের ওভারে আবারও এক বল করতেই ইতিহাস নতুন করে লেখা হয়ে যায়। শেষ পর্যন্ত চার ওভার থেকে সাতটি ডট বল তুলে নেন তিনি।
এই মুহূর্তে মুস্তাফিজের ঝুলিতে আছে ১২০ ইনিংসে ২৬১৬ বল থেকে ১১৪২ ডট। সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে দাঁড়িয়ে আছেন ১১৩৮ ডটে। বাংলাদেশের এই পেসারই এখন ডটের তালিকায় সবার ওপরে।
শুধু তাই নয়, কিছুদিন আগেই এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে ওঠেন ফিজ। বর্তমানে সাকিব তৃতীয় স্থানে আছেন—১২৫ ইনিংসে ২৭২০ বল করে তার ডট সংখ্যা ১০৭৮। এই তালিকায় তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিন আহমেদের নামও উজ্জ্বল, যিনি ৮১ ইনিংসে ১৭৫৫ বল থেকে করেছেন ৮৩৮ ডট।
ডট বলকে অস্ত্র বানানো মুস্তাফিজ এবার শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও হয়ে উঠলেন নতুন ডট–মাস্টার।
