ভারতের মাটিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সময়টা একেবারেই ভালো কাটেনি বাংলাদেশ ক্রিকেটের। সেমিফাইনালের স্বপ্ন সাথে নিয়ে দেশ ছাড়া দলটা দেশে ফিরেছে গ্রুপ পর্বে মাত্র দুইটা ম্যাচ জিতে। ব্যাটে-বলে বাজে পারফর্ম্যান্সে বিশ্বকাপের মঞ্চে গড়েছে লজ্জার ইতিহাস। গত কয়েকবছরে একদিনের ক্রিকেটে নিজেদের যোগ্য প্রমাণ করা দলটার এমন ভরাডুবির কারণ খুঁজে বের করতে গত বুধবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের কাছ থেকে তাঁদের বাজে পারফর্ম্যান্সের ব্যাখ্যা নিচ্ছে গঠিত কমিটিটি। এরই প্রেক্ষিতে গতকাল ব্যক্তিগতভাবে সফল না হওয়ার ব্যাখ্যা দিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। মাঠে এই বাঁহাতির পারফর্ম্যান্স যতটা আলোচনার জন্ম দিয়েছে তাঁর চেয়ে কয়েকগুণ বেশি সমালোচনা হচ্ছে প্রধান কোচের কাছ থেকে তাঁর শারীরিক আক্রমণের ব্যাপারটি। যদিও এই বিষয়টি নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায়নি।
নব্য গঠিত কমিটি তাঁদের কাজ শুরু করেছে গত রবিবার থেকে। নির্বাচক প্যানেল প্রধান মিনহাজুল আবেদিন নান্নু থেকে শুরু। এরপর আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের পর একে একে পেসার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস সেই জবাবদিহিতার মঞ্চে নিজেদের ব্যাখ্যা উপস্থাপন করেছেন। গতকাল দ্বিতীয় দিনে এই বিশেষ কমিটির সামনে হাজির হয়েছেন নাসুম আহমেদ ও দলের ম্যানেজার রাবীদ ইমাম। ধাপে ধাপে দলের কোচ ও অধিনায়কের কাছ থেকে ব্যাখ্যা চাইবে তদন্ত কমিটি।
তিন সদস্যবিশিষ্ট কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম এবং আকরাম খান। এদের মাঝে মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য করে বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে।