মেয়েরা প্রতিটা বলে সর্বোচ্চটা দিয়ে লড়েছে- জ্যোতি

নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের সূচনা করেছিল বাংলাদেশ দল। কিন্তু এরপর টানা তিন ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। সোমবার (১৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় প্রায় হাতের নাগালে এসেও শেষ পর্যন্ত ৩ উইকেটে পরাজিত হতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। তবুও হাল ছাড়ছেন না বাংলাদেশ অধিনায়ক।

প্রথমে ব্যাট করে স্বর্ণা আক্তারের ঝোড়ো অর্ধশতকে ২৩২ রান তোলে বাংলাদেশ। যদিও জয়ের দেখা মেলেনি, লড়াকু পারফরম্যান্সে সন্তুষ্ট জ্যোতি। ম্যাচ শেষে তিনি বলেন,

‘আমরা ১৫-২০ রান কম করেছি। শুরুতে স্ট্রাইক রোটেশনটা যদি একটু ভালো হতো, রান আরও বাড়ানো যেত। ২৫০ তুলতে পারলে হয়তো ফল অন্যরকম হতো। ফিল্ডিংয়ে কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, ক্যাচগুলো ধরতে পারলে ভালো হতো। হতাশ হওয়ার কিছু নেই, কারণ “শো মাস্ট গো অন”—এখন সামনে তাকাতে হবে।’

কুয়াশায় বোলারদের ভোগান্তির কথাও তুলে ধরেন জ্যোতি, ‘বল গ্রিপ করা কঠিন হয়ে পড়েছিল। কুয়াশা অনেক ঘন ছিল। আমি চেষ্টা করেছি সেরা বোলারদের দিয়েই ডেথ ওভারে বল করাতে। তারা আসলে দারুণ করেছে। এখান থেকে শেখার অনেক কিছু আছে—আগামীতে এমন পরিস্থিতিতে আমরা আরও ভালোভাবে সামলাতে পারব।’

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত কেন, সে প্রশ্নে অধিনায়কের যুক্তি, ‘ব্যাটারদের চাপমুক্ত পরিবেশ দিতে চেয়েছি। আগের ম্যাচে রান তাড়া করতে গিয়ে আমরা ভালো করতে পারিনি। চেজ সবসময় মানসিক চাপ তৈরি করে। তাই এবার আগে ব্যাট করে রান তুলতে চেয়েছি, যাতে বোলাররা সুযোগ পায়।’

শেষে দলের প্রতি গর্ব প্রকাশ করে জ্যোতি বলেন, ‘আমি একেবারেই হতাশ না, বরং গর্বিত। মেয়েরা প্রতিটা বলে সর্বোচ্চটা দিয়েছে। এখানে এসে ম্যাচ নিয়ন্ত্রণে রাখা সহজ নয়। তরুণ খেলোয়াড়রা যেভাবে লড়েছে, তাদের এফোর্ট সত্যিই প্রশংসনীয়।’

Exit mobile version