তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের হার মানলেন অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার বেন অস্টিন। অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৭ বছর বয়সী অস্টিন। কিন্তু তার আর ফেরা হলো না।
গত মঙ্গলবার অনুশীলনে ব্যাটিং করছিলেন অস্টিন। হঠাৎ একটা বল তার ঘাড়ের কাছে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাখা হয় লাইফ সাপোর্টে। ডাক্তারদের চেষ্টাকে ব্যর্থ করে বৃহষ্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন অস্টিন। তার মৃত্যুতে ক্লাব গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছে। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা আমাদের ক্রিকেট সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।
ক্লাবের প্রেসিডেন্ট আর্নি ওয়াল্টার্স বলেন, অস্টিন ছিল একজন মেধাবী ক্রিকেটার। সতীর্থদের মধ্যে তার অন্যরকম একটা জনপ্রিয়তা ছিল।
আর্নি ওয়াল্টার্স শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। একই সঙ্গে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















