মেলবোর্ন টেস্টে বিপদে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৭৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে তারা ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে। ফলো অন এড়াতে তাদের এখনো ১১০ রান দরকার। হাতে আছে মাত্র ৫ উইকেট। এর মধ্যে ক্রিজে প্রায় নতুন আসা দুই ব্যাটার ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজাকে তৃতীয় দিনের ব্যাটিংয়ের সূচনা করতে হবে। ঋষভ ৬ রানে ও জাদেজা ৪ রানে ব্যাটিং শুরু করবেন। দ্বিতীয় দিনে তারা উভয়ে ছয়টি করে বল মোকাবেলা করেছেন।
প্রথম দিন অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল। প্রথম দিনের শেষ বেলায় ভারতের বোলিংয়ে দিকভ্রান্ত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল দ্বিতীয় দিন তা উড়িয়ে দেন দুই অপরাজিত ব্যাটার স্টিভ স্মিথ ও প্যাট কামিন্স। মূলত সপ্তম উইকেটে জুটি গড়া এই দুই ব্যাটার ভারতের বোলারদের হতাশায় ডুবিয়েছেন। তারা ১১২ রানের জুটি গড়েন। স্মিথ ১৪০ রানে আউট হন। তার আগে আউট হওয়া প্যাট কামিন্স করেছিলেন ৪৯ রান।
জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা হজম করতে হয় ভারতকে। শুরুতেই তারা হারায় অধিনায়ক রোহিত শর্মার উইকেট। মাত্র ৩ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গী করে জয়সাল কিছুটা এনে দিলেও তা যথেষ্ট ছিল না। তবে ভারত সবচেয়ে বড় জুটিটি পায় তৃতীয় উইকেটে। বিরাট কোহলি ও জয়সাল ১০২ রানের জুটি গড়েন। জয়সাল ৮২ রান করে আউট হয়ে গেলে ভারত সত্যিকার বিপদে পড়ে যায়। পরে মাত্র ৬ রানে তারা হারায় বিরাট কোহলি আর আকাশ দ্বীপকে।
ভারতের হারানো পাঁচ উইকেটের চারটি ভাগাভাগি করেছেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। উভয়ে দুটি করে উইকেট নিয়েছেন। জয়সাল হয়েছেন রান আউট। দুর্ভাগ্য তার। সেঞ্চুরি প্রায় নিশ্চিত ছিল কিন্তু সতীর্থের সঙ্গে ভুল বোঝাবুঝিতে জয়সাল আউট হয়ে যান। তার আউট অস্ট্রেলিয়ার শিবিরে যথেষ্ঠ স্বস্তি এনে দেয়।