মোস্তাফিজদের স্বপ্নভঙ্গ, প্লে-অফে মুম্বাই

দিল্লির মাটিতে মোস্তাফিজুর রহমানের আগুন ঝরানো শুরুতেও শেষরক্ষা হলো না দিল্লি ক্যাপিটালসের। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৯ রানে জয় তুলে নিয়ে প্লে-অফ নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে হারে বিদায় নিল মোস্তাফিজরা।

টস জিতে মুম্বাইকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় মুম্বাই। কিন্তু তৃতীয় ওভারে এসে মোস্তাফিজুর রহমান দিলেন দারুণ ব্রেকথ্রু—নিজের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে উইকেটরক্ষকের ক্যাচে ফেরান এই বাঁহাতি পেসার। ওই ওভারে দেন মাত্র ৩ রান।

তবে এরপর উইকেটের দেখা পাননি মোস্তাফিজ। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১টি উইকেট। মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৮০ রান। দলের পক্ষে সবচেয়ে বড় ইনিংস খেলেন সূর্যকুমার যাদব—৪৩ বলে ৭৩ রান, যার মাঝে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। ব্যাট হাতে ঝড় তোলেন ধিরও, মাত্র ৮ বলে অপরাজিত ২৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দিল্লি। একে একে উইকেট হারিয়ে ১৮.২ ওভারে গুটিয়ে যায় মাত্র ১২১ রানে। সামির রিজভি করেন সর্বোচ্চ ৩৯ রান, ভিপরাজ ও আশুতোষ কিছুটা চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। এক বল খেলে শূন্য রানে আউট হন মোস্তাফিজ।

এই হারে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থেকেই টুর্নামেন্ট শেষ করল দিল্লি ক্যাপিটালস। আর মুম্বাই ১৬ পয়েন্ট নিয়ে জায়গা করে নিল প্লে-অফে।

Exit mobile version