মোস্তাফিজের ৬ উইকেটের দিনে সাকিবের অনন্য কীর্তি

মোস্তাফিজুর রহমান (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে স্বরুপে ফিরলেন পেসার মোস্তাফিজুর রহমান। বল হাতে চার ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। কিন্তু এ দিন সাকিব আল হাসান এক উইকেট নিয়ে ইতিহাসের পাতায় উঠে গেছেন।

শনিবার রাতে তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের গাউসকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট পূর্ণ হয় সাকিবের। একই সাথে তার নামের পাশে রয়েছে ১৪ হাজার ৫১৫ রান। লম্বা ক্রিকেট ইতিহাসে সাতশ উইকেট ও ১৪ হাজার রানের ‘ডাবল’ ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। এমনকি ছয়শ উইকেট ও ১২ হাজার রানও নেই আর কারও।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে সাতশ উইকেট নিলেন সাকিব। আর সব মিলিয়ে বিশ্বের ১৭তম বোলার সাকিব। আর স্পিনারদের মধ্যে সপ্তম। বাঁহাতি এই স্পিনে তার আগে এই কীর্তি শুধুমাত্র নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সাতশত উইকেটের দুয়ারে পৌঁছে যান সাকিব। ওই সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ৯ রানে তিনি নেন ১ উইকেট। সেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার ৬৯৯তম উইকেট।

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রথম দুই ম্যাচে খরুচে বোলিংয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে টেক্সাসের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে তৃতীয় ও শেষ ম্যাচে এক উইকেট নিয়ে ঠাই করে নিলেন ইতিহাসের পাতায়।

Exit mobile version