জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন

সালাউদ্দিনের পদত্যাগ নিয়ে নাটক

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন,

“তিনি (সালাউদ্দিন) আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা এ বিষয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করব, তারপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাব।”

সালাউদ্দিন ২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান।
এর আগে তিনি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, তিনি ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত কোচ হিসেবে কাজ করেছেন।

মিডিয়া বিভাগ, বিসিবি

Exit mobile version