মোহিত শর্মার ক্যারিয়ারের ইতি
ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ মোহিত শর্মা এবার থামালেন লম্বা পথচলা। আন্তর্জাতিক মঞ্চ থেকে আইপিএলের আলো , সব মিলিয়ে ৩৭ বছর বয়সী এই পেসার ঘোষণা দিলেন সব ধরনের ক্রিকেট থেকে অবসরের। হরিয়ানা থেকে উঠে এসে ভারতীয় জার্সি গায়ে যে স্বপ্নের শুরু, তার শেষটা জানালেন ইনস্টাগ্রামে। মোহিত লিখেছেন, ক্রিকেট তার কাছে আশীর্বাদ, আর সতীর্থ-কোচ-কর্তাদের প্রতি কৃতজ্ঞতা চিরস্থায়ী, মোহিত শর্মার ক্রিকেট ছাড়ার ঘোষণা যেন তার লম্বা যাত্রার আবেগঘন সমাপ্তি টেনে দিল।

২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ভারতের হয়ে তার সংগ্রহ ২৬ ওয়ানডেতে ৩১ উইকেট ও ৮ টি-টোয়েন্টিতে ৬ উইকেট। ২০১৫ বিশ্বকাপ দলে ছিলেন তিনি। পরে এমএস ধোনির অধীনে চেন্নাই সুপার কিংসের নির্ভরযোগ্য ডেথ ওভার স্পেশালিস্ট হয়ে ওঠেন।
দীর্ঘ আইপিএল যাত্রায় চেন্নাই ছাড়াও খেলেছেন পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটানসের হয়ে। ২০২৩ আসরে গুজরাটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ২০১৩ থেকে ২০২৫, মোট ১২ মৌসুমে আইপিএলের ১২০ ম্যাচে মোহিত শিকার করেছেন ১৩৪ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিল তার ধারাবাহিকতা। ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত ৪৪ ম্যাচে খেলে ১২৭ উইকেট আছে তার ঝুলিতে।
ক্যারিয়ারের শেষেও মোহিত শান্ত, ঠিক তার বলের মতোই স্থির। আলো ঝলমলে আইপিএল আর ভারতের হয়ে স্মরণীয় মুহূর্তগুলো রেখে গেলেন ক্রিকেটভক্তদের কাছে, মোহিত শর্মার ক্রিকেট ছাড়ার ঘোষণা যেন তার যাত্রার শেষ পাতা স্পর্শ করল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















