সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই হেরে ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার কাছে ট্রফি হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ও শেষ ম্যাচে এসে যেন জেদই চেপে বসলো অজিদের ওপর। রবিবার (২৪ আগস্ট) ম্যাকেতে প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র দুই উইকেট হারিয়ে ৪৩১ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে তারা।
ইনিংসের শুরুতেই রীতিমতো বোলারদের ওপর ঝড় তোলেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। এই জুটিতে আসে ২৫০ রানের ওপেনিং পার্টনারশিপ। ব্যক্তিগত ১৪২ রানের দারুণ ইনিংস খেলে কেশব মাহারাজের বলে আউট হন হেড।
তবে তার বিদায়ের পরেও রান তোলার গতি কমেনি। মার্শের সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠেন ক্যামেরন গ্রিন। ৫৫ বলেই সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৮ রানে। অন্যদিকে, মার্শও তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি (১০০ রান)।
শেষ দিকে তাণ্ডব চালান অ্যালেক্স ক্যারি। মাত্র ৩৭ বলে অর্ধশতক হাঁকিয়ে ইনিংসকে আরও সমৃদ্ধ করেন তিনি। এককথায় অস্ট্রেলিয়ার পুরো ইনিংসই ছিল ঝড়ের মতো।
দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেট দুটি ভাগাভাগি করে নেন মাহারাজ ও সেনুরান মুথুসামি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















