এশিয়া কাপের ফাইনালে লজ্জাজনকভাবেই হারল শ্রীলঙ্কা। বলা যায়, মোহাম্মদ সিরাজের কাছেই হেরে গেছে লঙ্কানরা। ভারতীয় এই পেসার বল হাতে আগুন দেখিয়েছেন এশিয়া কাপের ফাইনাল ম্যাচে। ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেন সিরাজ যা এখন পর্যন্ত তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা।
দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন সিরাজ আর সেই অর্থ নিজে না নিয়ে মাঠকর্মীদের উপহার দিয়েছেন হায়দ্রাবাদের এই বোলার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে সিরাজ বলেন, ‘এই অর্থ পুরস্কারটা মাঠকর্মীদের জন্য। তাদের ছাড়া এই টুর্নামেন্টটা হতো না।’
সিরাজের এই ঘোষণা হাততালি দিয়ে স্বাগত জানিয়েছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের দর্শকরা। নিজ বোলিং সম্পর্কে সিরাজ বলেন, ‘আমি গত কয়েক ম্যাচে ভালোই বোলিং করছিলাম। অনেক বল ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল। আজ সেই ব্যাটের কানা খুঁজে পেয়েছি।