ম্যাচে ফিরে ফের চোট, ছিটকে গেলেন উইলিয়ামসন

চোটের কারণে দীর্ঘ সাড়ে ছয় মাস মাঠের বাইরে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করলেও আবার ইনজুরিতে পড়েছেন উইলিয়ামসন।

গেলো শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করতে নামলে নাজমুল হোসেন শান্তর ছোড়া বল গিয়ে লাগে উইলিয়ামসনের আঙুলে। এরপর মাঠ ছাড়তে হয় তাকে। হাসপাতালে নিয়ে দেখা যায়, বাঁহাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। আর এজন্য আগামী বেশ কয়েকটি ম্যাচে দেখা যাবে না উইলিয়ামসনকে। আপাতত তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। উইলিয়ামসনের পরিবর্তে টম ব্ল্যান্ডেলকে দলে ভেড়ানোর কথা ভাবছে কিউইরা। তবে উইলিয়ামসনকে নিয়ে আশা এখনো শেষ না হওয়ায় এখনই ব্ল্যান্ডেলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

গত আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানসের হয়ে মাঠে নেমেই হাঁটুতে চোট পান কেন উইলিয়ামসন। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। সেই থেকে এতদিন রিহ্যাবে ছিলেন তিনি। তবে কোন ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলিয়ে উইলিয়ামসনকে অধিনায়ক নির্বাচন করে নিউজিল্যান্ডের নির্বাচকরা। তবে বিশ্বকাপের আগে দুইটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছেন উইলিয়ামসন।

ইনজুরি কাটিয়ে বাংলাদেশের সাথে ম্যাচে ১০৭ বলে ৭৮ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন আর ওইদিনই আবারো চোট পেলেন কিউই অধিনায়ক।

Exit mobile version