চলতি বিপিএলের টাকা না পাওয়ার কারণে এর আগে অনুশীলন বয়কট করেছিল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এবার পাওনা আদায়ে ম্যাচ না খেলার হুমকি দিয়েছে দলটির বিদেশী ক্রিকেটাররা।
রোববার ঢাকায় বিপিএলের তৃতীয় পর্বের প্রথম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হওয়ার কথা রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহীর। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ছয়টায়। রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা দুর্বার রাজশাহীর। ম্যাচটি খেলতে এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে পৌঁছেছেন দলটির ক্রিকেটাররা। তবে শুধু ফ্র্যাঞ্চাইজিটির দেশি ক্রিকেটারদের দেখা গেছে।
টস শুরুর আধা ঘণ্টা আগেও মাঠের ওয়ার্মআপের সময় দেখা যায়নি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটারকে। বিদেশি কোনো ক্রিকেটারই হোটেল থেকে মাঠে আসেননি পারিশ্রমিক বকেয়া থাকায়।
দেশি ক্রিকেটাররা ম্যাচের আগে ঘাম ঝরিয়ে নিচ্ছেন তবে দেখা গেল না কোনো বিদেশিকে। অবশ্য বিদেশী ক্রিকেটাররা না আসলেও মাঠে দেখা গেলে প্রধান কোচ এজাজ আহমেদসহ বাকিদেরও। বিপিএলের নিয়ম অনুযায়ী দুইজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতেই হবে।
অবশেষে বিপিএল কমেটি দেশি ক্রিকেটারদের নিয়েই রাজশাহীকে খেলার অনুমতি দেয়। বিরতর্কিত এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় রংপুর রাইডার্স।