যাদের নিয়ে বিপিএল শিরোপা জিততে চায় ঢাকা

যাদের নিয়ে বিপিএল শিরোপা জিততে চায় ঢাকা

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের জমজমটার লড়াই। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএলের ১২তম আসর। সেই লড়াই এবার শিরোপা জিততে চায় ঢাকা। বিপিএলের শিরোপা জিততে ঢাকার সবচেয়ে বড় ভুমিকা রাখতে পারে বাংলাদেশে চার তারকা ক্রিকেটার ও দুই বিদেশি।

তিন দফা পিছিয়ে জমকালো আয়েজনের মধ্য দিয়ে নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজিটি দল চূড়ান্ত করেছে। যেখানে শিরোপা জিততে এবার দ্বিতীয় সর্বোচ্চ টাকার দল গঠন করেছে ঢাকা। বিপিএলের স্থানীয় ক্রিকেটারদের জন্য প্রতিটি দলকে ৪ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

১২ ক্রিকেটার নিতে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। ৩ কোটি ৩৮ লাখ টাকা খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। তবে নিলামে বিদেশি ক্রিকেটার কিনতে সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করেছে শাকিবের দলটি।

নিলাম থেকে একমাত্র তাঁরাই তিনজন বিদেশি ক্রিকেটার কিনেছে। বিপিএলে শক্তিশালী দল গঠনের পর দলটি শিরোপা জয়ের ঘোষণা দিয়েছে। দলে রয়েছে জাতীয় দলের এক ঝাক সেরা তরুণ ক্রিকেটার। সেই সাথে বিদেশি সব তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দল।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলসের সঙ্গে আছেন শামীম পাটোয়ারী। এছাড়া অভিজ্ঞ সাব্বির রহমান ও নাসির হোসেন তো আছেই। শিরোপা জিততে বড় ভুমিকা রাখতে পারেন এই তারকা ক্রিকেটাররা।

সঙ্গে শ্রীলঙ্কার দানুস শানাকাতের সঙ্গে ব্যাট বলে ঝড় তুলবেন সাইফউদ্দিন ও জায়েদ উল্লাহরা। আর অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলামদের সঙ্গে আছেন তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর ও আব্দুল্লাহ আল মামুনরা।

এবার এক নজরে ঢাকার শক্তিশালী একাদশঃ সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম পাটোয়ারী, সাব্বির রহমান,নাসির হোসেন, দানুস শানাকা, সাইফউদ্দিন, জায়েদ উল্লাহ ও তাইজুল ইসলাম।

Exit mobile version