যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা

টুর্নামেন্টের স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে সুপার এইটের লড়াই। অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা।

প্রোটিয়াদের পক্ষে ৪০ বলে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন ওপেনার কুইন্টন ডি কক। এছাড়া অধিনায়ক এইডেন মার্করাম ৩২ বলে ৪৬, হেইনরিচ ক্লাসেন ২২ বলে ৩৬ ও ট্রিস্টান স্টাবস ১৬ বলে ২০ রান করেন।

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দাপুটে ব্যাটিংয়ের মধ্যেও নিয়ন্ত্রিত বোলিং করেন দুই সফল বোলার সৌরভ নেত্রভালকর ও হারমিত সিং। সৌরভ চার ওভারে ২১ রান দিয়ে এবং হারমিত সমান ওভারে ২৪ রানে দুটি করে উইকেট পেয়েছেন।

স্বাগতিক যুক্তরাষ্ট্র ‘এ-গ্রুপে’ কানাডা ও পাকিস্তানকে পরাজিত করে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে সুপার এইটে জায়গা করে নেয়। এ-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোহিত শর্মার দল আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেলেও কানাডার বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

‘ডি-গ্রুপ’ থেকে দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা করে নেয়। এই গ্রুপে থাকা বাংলাদেশ প্রোটিয়াদের বিপক্ষে শেষ মুহুর্তে জয় হাতছাড়া করে।

Exit mobile version