অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া ক্রিকেটে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। অপেক্ষায় ছিল প্রতিপক্ষের নাম জানতে। সেই অপেক্ষা শেষ হয়েছে। বাংলাদেশ সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানকে। ৬ ডিসেম্বর দুবাইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। অন্য সেমিতে খেলবে ভারত ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে শেষে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছিল। চতুর্থ স্থানের জন্য ভারত ও সংযুক্ত আরব আমিরাত লড়াই করছিল। বুধবার আরব আমিরাতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ভারত ‘এ’ গ্রুপের রানার্স আপ হয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।
আরব আমিরাত আগে ব্যাট করে ১৩৭ রান করেছিল। জবাবে ভারত মাত্র ১৬.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। এদিকে পাকিস্তানও এদিন গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল। তাদের প্রতিপক্ষ ছিল জাপান। ১৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। তিন ম্যাচের তিনটিতে জয় পাকিস্তানের।
প্রথমে ব্যাট করে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ২৪৩ রান করেছিল। জবাবে জাপান ২৮.৩ ওভারে ৬৩ রানে অল আউট হয়। পাকিস্তানের মোহাম্মদ হুজাইফা ৬.৩ ওভারে ৮ রানে ৫ উইকেট নেন।