বাংলাদেশ সময় আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যে পাকিস্তান বাদে সবগুলো দলই দল ঘোষণা করেছে। আর প্রথমবারের মতো, ২০টি দেশ বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবে। এবার দীর্ঘ এক মাসের এই আসরে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে সব শেষ দল হিসেবে যোগ্যতা অর্জন করে আফ্রিকার দেশ উগান্ডা। বিশ্বকাপে সরাসরি সুযোগ পেয়েছে ১২টি দল। বাকি ৮টি দল বাছাই পর্ব খেলে যোগ্যতা অর্জন করেছে। এছাড়া আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আটে শেষ করা আটটি দল সরাসরি সুযোগ সুযোগ পেয়েছে। দলগুলো হলো, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও শ্রীলংকা।
এই আটটি দলের বাইরে র্যাংকিংয়ে এগিয়ে থেকে বিশ্বকাপে সরাসরি খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান।
