এশিয়া কাপ টুর্নামেন্টজুড়ে নানা নাটকীয়তা উপহার দিয়েছে দুই ফাইনালিস্ট ভারত ও পাকিস্তান। আসর সমাপ্তির সময়েও থামেনি কোনো দলের নাটক। বিশেষ করে ফাইনাল জিতে ভারত নতুন কাণ্ড ঘটিয়েছে। দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
কিন্তু প্রায় এক ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তখনও মঞ্চেই ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। কিন্তু তিনি ছিলেন একবারেই নীরব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেও ট্রফি নেয়নি ভারত।
যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এসিসির সভাপতি মহসিন নাকভি পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে শিরোপা নিতে চায়নি ভারত। স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ম্যাচ শেষ হয়। কিন্তু ভারতের দাবির মুখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে বেশ দেরি হয়।
এ সময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। দীর্ঘ অপেক্ষার পর প্রায় মাঝরাতে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেও জন্ম নয় নতুন নাটকের। পুরস্কার দিতে এসিসি সভাপতি নাকভিসহ অন্য অতিথিরা মঞ্চে আসার প্রায় ২০ মিনিট পর মাঠে আসে ভারতীয় দল।
তবে তারা নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত অনড় ছিলেন। একপর্যায়ে মঞ্চ ছেড়ে চলে যান এসিসি সভাপতি। সেই সঙ্গে ট্রফি ও চ্যাম্পিয়ন দলের জন্য তৈরি মেডেলগুলো নিয়ে যান। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করতে শুরু করে ভারতীয় দল।
ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির সেই বিখ্যাত উদযাপনের মতো করে কল্পিত ট্রফি হাতে নিয়ে উদযাপন করেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
পুরস্কার বিতরণীর পর ভারতীয় দলের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে নাকভির কাছ থেকে ট্রফি নেওয়া যাবে না এমন কোনো বার্তা এসেছিল কি না। জবাবে ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব বলেন, ‘আমার জানা নেই। কেউ আমাদেরকে কিছু করতে বলেনি। এটা মাঠেই আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি।’
