গত বছর জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন পেসার নাহিদ রানা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে গতি দিয়ে বিশ্ব ক্রিকেটে নজর কেড়েছেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত রানা।
চলতি আসর আবাহনীর হয়ে মাঠ মাতাচ্ছেন এই গতিময় পেসার। এছাড়া ডাক পেয়েছেন পাকিস্তানের সুপার লিগ পিএসএলে। সেখানে পেশোয়ার জালমিতে ডাক পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করবেন বাবর আজমের মতো তারকা।
বাংলাদেশের উঠতি সেনসেশন নাহিদ রানার পিএসএল খেলা নিয়ে আছে নানা প্রশ্ন। তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সোমবার মিরপুরে সাংবাদিকদের বলেন,‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক, সবকিছুর ওপর।’
রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে শান্ত বলেন,‘তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভালোভাবে করছে। ন্যাশনাল টিমে যারা ফিজিও-ট্রেনার, যারা আবাহনীতে কাজ করছেন, তারা এটা মেইনটেইন করছে। এখনও পর্যন্ত আল্লাহর রহমতে ফিট আছে। সেই এনার্জি নিয়েই খেলছে। আশা করব সামনে যে ম্যাচগুলো আছে, যে পরিকল্পনা দেয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে এবং এখান থেকে সে অনুযায়ীই সে খেলবে। আমি আশা করব পরের ম্যাচগুলো দিয়ে সে যেন সুস্থভাবে টুর্নামেন্ট শেষ করে।’