বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার। তিনি সবমিলিয়ে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু তার। সবশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও।
শনিবার জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নির্বাচকের পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন। মূলত কোচিং পেশায় ফিরতে নির্বাচকের পদ ছাড়েন তিনি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করবেন হান্নান।
এ বিষয়ে তিনি বলেন,‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। এই মাসের শেষ পর্যন্ত (নির্বাচক পদে) আছি। এখন কোচিংয়ে মনোনিবেশ করব ডিপিএল দিয়ে। কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলতেছে, এখন দেখা যাক।’
নির্বাচক ক্যারিয়ারে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে যুব বিশ্বকাপ এবং দুটি যুব এশিয়া কাপ জিতেছেন হান্নান সরকার। এর আগে তিনি কাজ করেছেন বিপিএলের রাজশাহী ফ্র্যাঞ্চাইজির (২০১২, ১৩, ১৬ ও ১৭ মৌসুমে) সহকারী কোচ। এরবাইরে ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ হিসেবে। কোচিং ক্যারিয়ার শুরুর আগে ২০১০–১১ সালে বিসিবির লেভেল ১-২ দুটি কোর্স করেছিলেন হান্নান।