যে ভুলের কোনো ব্যাখ্যা নেই -আকবর আলী

যে ভুলের কোনো ব্যাখ্যা নেই -আকবর আলী

আকবর আলী

আকবর আলীর আক্ষেপ

যে ভুলের কোনো ব্যাখ্যা নেই -আকবর আলী । রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে সুপার ওভারে পাকিস্তানের সঙ্গে হেরে দেশে ফিরেছে আকবর আলীর দল। আজ মঙ্গলবার সকালে কাতার থেকে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকবর বলেন, কোনো দল সুপার ওভার খেলতে অভ্যস্ত নয়। ভারতের বিপক্ষে করা তাঁর শিশুতোষ ভুল নিয়েও কথা বলেন আকবর।

রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে সুপার ওভারে পাকিস্তানের সঙ্গে হেরে দেশে ফিরেছে আকবর আলীর দল

গত পরশু কাতারে রাইজিং স্টারস এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষ সুপার ওভারে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে। সেই টুর্নামেন্টে  নেতৃত্ব দেওয়া আকবর আলী এ নিয়ে কী বলছেন?

ফাইনালে সুপার ওভারে ৬ রান তুলেই গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম বলে হাবিবুর রহমান নেন ১ রান। দ্বিতীয় বলে আবদুল গাফফার ক্যাচ দিয়ে বিদায় নেন। পরের বলে ওয়াইড থেকে আসে ৫ রান। তৃতীয় বলে জিশান আলম বোল্ড। সুপার ওভারে বাকি ৩টি বল খেলতে পারলে ১০ রানের বেশি তোলার সম্ভাবনা থাকত বাংলাদেশের।

কিন্তু টুর্নামেন্টে ইয়র্কার স্পেশালিস্ট হয়ে ওঠা রিপন মণ্ডলের বিপক্ষে ১০ থেকে ১২ রান তোলা সহজ হতো না পাকিস্তান ‘এ’দলের। কিন্তু সংগ্রহ কম হওয়ায় পাকিস্তান ‘এ’ দলে সহজেই ম্যাচটি জিতে নেয়।

সুপার ওভারের পারফরম্যান্স নিয়ে আকবর বলেন,

সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়, সুপার ওভার হয়ই কালেভদ্রে। টানা দুইটা ম্যাচে সুপার ওভার খেলার ঘটনা কমই ঘটে। সুপার ওভারে হাইরিস্ক শটই খেলতে হয়, অনেক সময় ক্লিক করে, অনেক সময় করে না। আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে।

তিনি আরও বলেন,

ওই মোমেন্টে কী হয়েছে, আমি নিজেও জানি না। আমি কেন করেছি, এটার কোনো ব্যাখ্যাও নেই। তবে যে ভুলটা আমি করেছি, ওটা অনূর্ধ্ব–১২–এর খেলোয়াড়েরাও করবে না।

রাইজিং স্টারস এশিয়া কাপ ফাইনালে

সুপার ওভারের ব্যাটসম্যানদের সমন্বয় নিয়ে আকবর বলেন,

সুপার ওভারে সোহানকে (হাবিবুর) পাঠানো কারণ হলো পুরো টুর্নামেন্টে ও আমাদের সেরা ব্যাটসম্যান ছিল। আর সাকলাইন আবদুল গাফফার) ওই ম্যাচে অনেক ভালো টাচে ছিল।

ফাইনাল জিততে না পেরে হতাশাও প্রকাশ করে আকবর বলেন,

প্লেয়ার, কোচিং স্টাফ থেকে সবাই একটু হতাশ, যেখান থেকে আমরা ফিরে এসেছি, এরপর সুভার ওভারে হারা সবার জন্য হতাশাজনক। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। সব মিলিয়ে বলতে হবে আমরা বেশির ভাগ জায়গায় ভালো ক্রিকেট খেলেছি, ফাইনাল জিততে পারলে, কোনো কোনো ম্যাচে ভুল কম করলে বলতাম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।

এর আগে সেমিফাইনালেও ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভার খেলে বাংলাদেশ ‘এ’ দল। সেদিন ম্যাচ সুপার ওভারে যায় আকবরের বোকামিতে। শেষ বলে ভারত ‘এ’ দলের লাগত ৪ রান। হার্শ দুবে বাউন্ডারি মারা চেষ্টা করলেও বল যায় লং অনে জিশানের হাতে। তিনি উইকেটকিপার আকবরের দিকে থ্রো করলেও ২ রান নেয় ভারত ‘এ’ দল।

Exit mobile version