টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসলো চিটাগং কিংস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে ১৭ ওভার চার বলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চিটাগং।
এবারের বিপিএলে শুরু থেকেই দারুণ ছন্দে রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। কিন্তু পর পর তিন ম্যাচ হেরে কিছুটা হলেও ব্যাকফুটে রংপুর। অন্যদিকে, শুরুর দিকে খুব একটা সুবিধা করতে না পারলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে চিটাগং। এখন তারা স্বপ্ন দেখছে প্লে-অফে খেলার।
শুরুতে ব্যাটিংয়ে নামা রংপুর দ্বিতীয় ওভারেই শূন্য রানে থাকা স্টিভেন টেলরের উইকেট হারায়। এর পর থেকেই রংপুরকে চেপে ধরে চিটাগাংয়ের বোলাররা। ব্যতিক্রম ছিলেন পাকিস্তানী রিক্রুট ইফতিখার আহমেদ। ৪৭ বলে তার করা অপরাজিত ৬৫ রানই রংপুরের ব্যক্তিগত সর্বোচ্চ। এছাড়া সৌম্য সরকার ১৭ বলে ২৩ ও মেহেদী হাসান ২০ বলে ২২ রান করেন।
চিটাগংয়ের পক্ষে খালেদ আহমেদ চার ওভারে ৪৪ রান দিয়ে দুই উইকেট পান। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম ও শামীম হোসেন।
জবাবে খেলতে নেমে পারভেজ হোসেন ইমনের ৪১, গ্রাহাম ক্লার্কের ১৫,মোহাম্মদ মিথুনের ২০, হায়দার আলীর অপরাজিত ৪৮, শামীম হোসেনের ৮ ও রাহাতুল ফেরদৌসের অপরাজিত ৬ রানের সুবাদে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় চিটাগং।
চিটাগং তাদের পরের দুই ম্যাচ খেলবে সিলেট ও ফরচুন বরিশালের বিপক্ষে।