সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন পাকিস্তানের খুশদিল শাহ। রংপুর রাইডার্সের জার্সিতে দুর্দান্ত খেলে ডাক পান পাকিস্তান জাতীয় দলে। এক সময় অনিমিয়ত থাকা এ ক্রিকেটার এখন পাকিস্তান জাতীয় দলে নিয়মিত মুখ।
পাকিস্তানের সেই খুশদিল শাহকে আবারও রংপুরের হয়ে বিপিএলে খেলতে দেখা যাবে। রোববার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের বিপিএল নিলামে নামীদামি তারকাদের দলে নিয়েছে রংপুর। লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানার মতো ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। এছাড়াও সরাসরি চুক্তিতে আগে থেকেই আছেন নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান।
বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রেও চমক দেখিয়েছে শিরোপা প্রত্যাশী রংপুর। নিলামের আগে সুফিয়ান মুকিম ও খাজে নাফের সাথে চুক্তি করেছে তারা। নিলামে এমিলিও গে এবং মোহাম্মদ আখলাককে নিয়েছে দলটি। এরপর বাইরে থেকে কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, ইফতেখার আহমেদ ও দাওয়িদ মালানের সাথে চুক্তি করেছে রংপুর।
তবে শোনা যাচ্ছে গত বিপিএলে দলটির হয়ে দুর্দান্ত পারফর্ম করা পাকিস্তানের পেসার আকিফ জাভেদকেও দেখা যাবে। উল্লেখ্য’আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল, ফাইনাল জানুয়ারির ২৩ তারিখ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















