রনির অলরাউন্ড নৈপুণ্যে বড় জয় পেলো এইচপি দল

অস্ট্রেলিয়া সফরে সাদা বলের লড়াই শুরু হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের। নিজেদের প্রথম ম্যাচে নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ১১২ রানের জয় পেয়েছে আফিফ হোসেন ধ্রুবর দল।

ডারউইনে টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৫০ রান তোলে তানজিদ-ইমনরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও দেড়শর আগেই গুটিয়ে যায় স্বাগতিক দল।

তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের ওপেনিং জুটি দলীয় সংগ্রহটাকে বড় করতে পারেনি। তানজিদ ফিফটি পেলেও কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া করেন ইমন।

তানজিদ ৬৪ বলে ৪টি চার ও এক ছয়ে ৫৩ রান করেন। এর আগে ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে ইমন আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি।

তৃতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে আটে নামা আবু হায়দার রনির ব্যাটে। ৪১ বলে ৩টি চার ও ১ ছয়ে সাজান ইনিংসটি।

সংগ্রহটা খুব বেশি না হলেও টাইগার বোলারদের বোলিং নৈপুণ্যে ৪২ ওভারে ১৩৮ রানে থমকে যায় প্রতিপক্ষরা। ওপেনার জ্যাকব ডিকম্যান ফিফটি তাঁর দলকে জয়ের কাছাকাছিও নিয়ে যেতে পারেনি। তাঁদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন হামিশ মার্টিন।

বাংলাদেশি বোলার আবু হায়দার রনি, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহফুজুর রহমান দুটি করে উইকেট নেন।

Exit mobile version