জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড। গতকাল হারারেতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৭৩ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৫২ রানে গুটিয়ে যায়।
এ জয়ের ফলে এক ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট দুই। তবে তারা দুই ম্যাচ খেলেছে এবং রান গড়ে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ডের শুরুটা ভালো ছিল না। তবে ওয়ান ডাউন ব্যাটার টিম রবিনসনের দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটার বেভন জ্যাকবসের ঝড়ো ব্যাটিং নিউজিল্যান্ডকে ভালো একটা অবস্থানে পৌঁছে দেয়। উভয় অপরাজিত থাকনে। রবিনসন ৫৭ বলে করেন ৭৫ রান। আধা ডজন বাউন্ডারির পাশাপাশি তিন ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। অন্যদিকে জ্যাকবস ৩০ বলে করেন ৪৪ রান। একটি বাউন্ডারি ছিল তার ইনিংসে। আর ওভার বাউন্ডারির সংখ্যা তিনটি।
জবাবে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারই টিম রবিনসন বা বেভন জ্যাকবসের মতো ব্যাট চালাতে পারেননি। ফলে জয়ও পাওয়া হয়নি তাদের। নিউজিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও জ্যাকব ডুফির বোলিংয়ে নাস্তানাবুদ হয়েছে প্রোটিয়া ব্যাটাররা। তার দুইজনে তিনটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের শক্তি নষ্ট করে দেন।
