রশিদ খান—বাংলাদেশি ব্যাটারদের কাছে যেন আতঙ্কের নাম। আফগানিস্তানের এই লেগস্পিন অলরাউন্ডারকে সামনে পেলে বারবার ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইনআপ। আগের মতোই সেই চিত্র দেখা গেল আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে। একাই ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ১০৯ রানে গুটিয়ে দেন রশিদ। ফলে মেহেদী হাসান মিরাজের দল হেরে যায় ৮১ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশের ব্যাটারদের রশিদ-জুজু যেন এখন ওপেন সিক্রেট বিষয়। বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। তার মতে, ব্যাটাররা বল খেলার বদলে বোলারকে খেলতে গিয়ে ভুল করছেন—যা বড় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার বলেন,
‘আমার পর্যবেক্ষণ হলো—ওরা রশিদকে খেলছে, বলকে নয়। রশিদ খুব বেশি টার্ন করায় না, কিন্তু তার ধারাবাহিক লাইন-লেংথ আর অভিজ্ঞতাই তাকে বিপজ্জনক করে তোলে। সে জানে কবে কীভাবে উইকেট নিতে হয়।’
মুশতাকের মতে, মানসিক দৃঢ়তা আর ধৈর্যই আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন,
‘আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটে টেম্পারমেন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ধৈর্য ধরে নিজের খেলায় মনোযোগ রাখেন, তাহলে যেকোনো বোলারের বিপক্ষেই টিকে থাকা সম্ভব।’
রশিদের অসাধারণ পারফরম্যান্স নিয়েও প্রশংসা করতে ভোলেননি মুশতাক,
‘রশিদকে অভিনন্দন। সে দীর্ঘদিন ধরে আফগানিস্তানের হয়ে দারুণ পারফর্ম করছে। কিন্তু একইসঙ্গে আমাদের ব্যাটারদেরও শেখা উচিত—বল খেলতে হবে, বোলার নয়।’
বাংলাদেশের ব্যাটারদের জন্য করণীয় নিয়েও পরামর্শ দিয়েছেন স্পিন কোচ,
‘রশিদের মতো বোলারকে আক্রমণ করার চিন্তা আত্মঘাতী। যারা উইকেট টু উইকেট বল করে, তাদের বিপক্ষে সিঙ্গেল নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়। ধীর উইকেটে গ্যাপে খেলতে হবে, আর ছোট রান নেওয়ার কৌশলগুলো আরও অনুশীলন করতে হবে।’
রশিদ খান এদিন ৮.৩ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৫ উইকেট তুলে নেন—যা আবারও প্রমাণ করে, বাংলাদেশের জন্য তিনি এখনো সেই অপ্রতিরোধ্য চ্যালেঞ্জের নাম।
