আফগানিস্তানের কাছে ইংল্যান্ডের হার তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কিন্তু এতে অবাক হওয়ার পরিবর্তে রশিদ-নবীদের জয়ে উল্টো খুশি হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ইংলিশ অধিনায়কের মতে, এই হারের ধাক্কাটা দরকার ছিলো ইংরেজ টিমের।
আফগানিস্তানের কাছে পরাজয়ের পর বাটলার বলেন, ‘হারতে কখনই ভাল লাগে না। কিন্তু এই ধাক্কাটা দরকার ছিল। আফগানিস্তানকে ধন্যবাদ ও শুভেচ্ছা। ওরা আমাদের চেয়ে ভাল খেলেছে। যোগ্য দল হিসাবে জিতেছে।’ইংল্যান্ডের অধিনায়ক আরো বলেন, ‘দলের এই হারের কোন অজুহাত নেই। ব্যাটার, বোলার কেউ ভালো খেলেনি। এই হারের জ্বালা উপভোগ করতে চাই যেনো পরের ম্যাচগুলোতে আর ভুল না হয়।’
ইংল্যান্ডের পরের ম্যাচ আগামী শনিবার। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে তারা। এর আগে নিজেদের ভুল শুধরে নিতে পারবেন বলে আশাবাদী বাটলার।