রাওয়ালপিন্ডির বৃষ্টিতে শেষ চতুর্থ দিনের খেলা

চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে যায়। আকাশে কালো মেঘের কারনে জ্বালানো হয় স্টেডিয়ামের সবগুলো ফ্লাডলাইট। তবে ম্যাচ খেলার জন্য পর্যাপ্ত আলো নেই বলে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরই মধ্যে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা দেখে মাঠকর্মীরা পিচও ঢেকে দেন।

সেই সম্ভাবনাই সত্যি হয়েছে। শুরু হয় বৃষ্টি। যাতে ভেসে যায় দিনের শেষ সেশন।

আবহাওয়া ঠিক থাকলে আগামীকাল বাংলাদেশ সময় সকাল পৌণে ১১টায় শুরু হবে শেষ দিনের খেলা। অবশ্য বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে আবহাওয়ার পূর্বাভাসে।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশকে শেষ দিনে করতে হবে ১৪৩ রান। শান্তর দলের হাতে আছে ১০ উইকেট

পাকিস্তানের ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেছিলো বাংলাদেশ। প্রথম ৬ ওভারেই দুই ওপেনার মিলে তুলেছেন ৩৭ রান। এর মধ্যে ১ ছয় ও ২ চারে জাকির নিয়েছেন ২১ বলে ২৭ রান। আরেক ওপেনার সাদমান করেছেন ১৫ বলে ৮ রান। বিনা উইকেটে ৩৭ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিলো মাত্র ১৪৮ রান।

কোনো উইকেট না হারিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ বিরতি থেকে ফিরে মাত্র এক ওভারের বেশি খেলতে পারেনি।

ইনিংসের সপ্তম ওভারের পর আম্পায়াররা ম্যাচ বন্ধ রাখেন। বাংলাদেশ সময় বিকেল ৪টা ২৩ মিনিটে বন্ধ হয় চতুর্থ দিনের শেষ সেশনের খেলা। সাত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪২ রান।

Exit mobile version