রাঙ্গামাটিতে ক্রিকেট নিয়ে আসিফ আকবরের স্বপ্ন । বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দায়িত্ব পেয়ে প্রথমেই রাঙ্গামাটি সফর করলেন আসিফ আকবর। তবে বয়সভিত্তিক খেলোয়াড় তৈরিতে রাঙ্গামাটির সম্ভাবনা থাকার পরও অবকাঠামোগত কোন সুযোগ সুবিধা না থাকায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সাথে মতবিনিময়ের সময় তিনিঅবকাঠামোগত সুযোগ সুবিধার অভাব দেখে হতাশা প্রকাশ করেন। এ সময় জেলার ক্রীড়াঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আসিফ।
বিসিবির পরিচালক আসিফ আকবর আরও বলেন, ‘পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। এলাকার মানুষের শারীরিক সক্ষমতা অনেক বেশি। তার প্রমাণ ফুটবলে পাহাড়ের নারীদে শক্ত অবস্থান। তাই এই অঞ্চলের নারীদের ক্রিকেটে সংযুক্ত করতে স্কুল পর্যায়ে ক্রিকেটার তৈরিতে কাজ শুরু করবো। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা গেলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর আবু শাদাৎ মো: সায়েম, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















