রাচিন রবীন্দ্র ও কেইন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের বিশাল টার্গেট দিল নিউজিল্যান্ড। লাহোরে হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান তোলে কিউরা।
এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারায় তারা। ওপেনার উইল ইয়াং ব্যক্তিগত ২১ রান করে ক্যাচ আউট হন। এরপর রাচিন রবীন্দ্রর সঙ্গে শক্ত জুটি গড়েন কেইন উইলিয়ামসন।
দুজনেই সেঞ্চুরি করে বিদায় নেন। সেঞ্চুরির পর দলীয় ২১২ রানের মাথায় লুঙ্গি এনগিডির বলে ১০৮ রান করে ক্যাচ দিয়ে বিদায় নেন। তার ১০১ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও এক ছক্কা রয়েছে। এছাড়া কেন কেন উইলিয়ামসন ৯৪ বলে ১০ বাউন্ডারি ও দুই ছক্কায় ১০২ রান করে মুল্ডারের বলে ক্যাচ আউট হন।
তখন নিউজিল্যান্ডের রান ৩৯.৫ ওভারে ৩ উইকেটে ২৫১। মাইকেল ৪৯ ও ব্রেসওয়েল ১৪ রান করে বিদায় নেন। তবে গ্লেন ফিলিপস ২৭ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন। বল হাতে দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি ১০ ওভারে ৭২ রানে নেন তিনটি উইকেট। এছাড়া রাবাদা ১০ ওভারে ৭০ রানে নেন দুটি উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















